Advertise with ShineMat.com at low cost.
সর্বশেষ আপডেট গুলো:

বন্ধুদের সাথে ঘুরে আসলাম সিলেট থেকে

আজকে আমি আপনাদের সাথে আমার কিছু মূহুর্ত শেয়ার করব।
কিছু দিন আগে আমি এবং আমার কিছু বন্ধুরা ঘুরতে গিয়েছিলাম সিলেটে। খুব মজা করেছি সেদিন। মজা তো হবেই, কারণ হুট করেই যে যাওয়া। শুক্রবার ছিল সেদিন, আমি সকালে আমার বন্ধু প্রুসন এর বাসায় যায়, তারপর একে একে অভি, অনিক, শুভ আসে। প্রুসন হঠাৎ বলল যে চল ঘুরতে যাব। যেই বলা সেই কাজ। সবাই রাজি, কোথায় সিলেটে। তারপর রওয়ানা দিলাম বাস স্যান্ড এ, বাস ধরলাম সোজা আসলাম সিলেটে। প্রথমে গেলাম হযরত শাহজালাল মাজারে, তারপর গেলাম চা বাগানে। খুব আনন্দ করলাম চা বাগানে। গরম ছিল প্রচুর, তাই ঘাম কাকে বলে বুঝলাম সেদিন। সেই আনন্দঘন মূহুর্তের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।

আজ প্রুসন আমাদের সাথে নেই, অনেক দূরে, না না এত বেশি দূরে না পৃথিবীর মধ্যেই আছে, লন্ডন। আমরা সবাই তাকে অনেক মিস করি কারণ সেই ছিল যে আমাদের বন্ধুত্বের সমাজকে সবসময় চাঙ্গা রাখত।
যাই হোক, আপনাদের কেমন লাগল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য ধরে পোস্টটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সবাই ভাল থাকবেন।
  • Blogger Comments
  • Facebook Comments

0 টি মন্তব্য:

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।