ফেসবুকের ফ্রি এস.এম.এস নোটিফিকেশন এখন বাংলাদেশে

আমরা সবাই জানি ফেসবুক বর্তমানে অনলাইন যোগাযোগের অন্যতম একটি জনপ্রিয় মাধ্যম। অন্যান্য দেশের মত ফেসবুক বাংলাদেশেও খুব জনপ্রিয়। তাই আমরা সবাই চেষ্টা করি ফেসবুকের মাধ্যমে আমাদের প্রতিটি মূহুর্ত শেয়ার করতে। কিন্তু সব সময় ফেসবুকের সাথে থাকা কি সম্ভব? অবশ্যই না। তাই দূরে থেকেও যাতে ফেসবুকের সাথে থাকা যায় এজন্য ফেসবুক তাদের ব্যবহারকারীদের মোবাইল সার্ভিস দিয়ে থাকে, যার মাধ্যমে প্রতিটি ফেসবুক ব্যবহারকারী তার মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস আপডেট, মেসেজ সেন্ড করা, ইনফরমেশন দেখা এবং সব নোটিফিকেশন এস.এম.এস এর মাধ্যমে গ্রহণ করতে পারবে। কিন্তু ফেসবুক কান্টি লিস্টে বাংলাদেশ নেই। লিস্টে নেই তো তাতে কি? এখন আপনিও বিনামূল্যে এই সুবিধাটি পেতে পারেন যদি আপনার মোবাইল ফোনটি গ্রামীণ অথবা বাংলালিঙ্ক হয়। এই সুবিধার মাধ্যমে আপনি আপনার প্রিয় মোবাইলে ইন্টারনেট ছাড়াই ফেসবুকের প্রায় সবকিছুই এস.এম.এস এর মাধ্যমে পাঠাতে এবং গ্রহণ করতে পারবেন।

এজন্য প্রথমে আপনার ফেসবুকে লগইন করুন আপনার আইডি এবং পাসওর্য়াড দিয়ে। তারপর একাউন্টে ক্লিক করে একাউন্ট সেটিংস এ যান।

এবার মোবাইল ট্যাবে ক্লিক করুন।


এবার আপনার মোবাইল থেকে (গ্রামীণ অথবা বাংলালিঙ্ক) মেসেজ অপশনে যান, এবং নিচের পদ্ধতিমত একটি এস.এম.এস পাঠান।
গ্রামীনফোন গ্রাহকদের জন্য: লিখুন fb এবং সেন্ড করুন ২৫৫৫ নাম্বারে।
বাংলালিঙ্ক গ্রাহকদের জন্য: লিখুন fb এবং সেন্ড করুন ৩২৬৬৫ নাম্বারে।

২৪ ঘন্টার মধ্যে আপনি একটি কোড সহ কনফার্মেশন এস.এম.এস পাবেন।
এবার ফেসবুকের মোবাইল ট্যাবে গিয়ে Already received a confirmation code? লিঙ্কে ক্লিক করুন। এস.এম.এস এ পাওয়া কোডটি লিখে (Confirm) কনফার্ম বাটনে ক্লিক করুন। তারপরের পেজে আপনি কি কি নোটিফিকেশন পেতে চান সেইগুলো সিলেক্ট করে Save preferences এ ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার কাজ, এবার যা করবে ফেসবুক করবে। আপনার একাউন্টে যে যাই কিছু করবে তার নোটিফিকেশন আসবে আপনার মোবাইলে এস.এম.এস হয়ে।

উপরের লেখাটি সংগ্রহে রাখতে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিন (মাইক্রোসফট ওয়ার্ড ফরমেট)।

1 মন্তব্যসমূহ

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন

নবীনতর পূর্বতন