শাবিতে ভর্তি শুরু ১১ ডিসেম্বরে, জেনে নাও কি কি লাগবে।

সম্প্রতি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে ১১ ডিসেম্বর ২০১৭ থেকে। ওইদিন সকাল নয়টা থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

শাহজালাল বিশ্ববিদ্যালয়

ভর্তি কমিটি যা জানিয়েছে,

১১ ডিসেম্বর, সোমবার

১১ ডিসেম্বর সকাল ৯টা থেকে “বি ইউনিট” (গ্রুপ ১) এর মেধা তালিকা অনুযায়ী ১ হতে ৬০০ পর্যন্ত ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে।

১২ ডিসেম্বর, মঙ্গলবার

১২ ডিসেম্বর সকাল ৯টা থেকে আবার “বি ইউনিট” (গ্রুপ ১) এর মেধা তালিকা অনুযায়ী ৬০১ হতে ১১২৩ পর্যন্ত এবং দুপুর ২টা হতে “বি ইউনিট” (গ্রুপ ২) এর ১ হতে ৩০ পর্যন্ত ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে।
এই দিনই বিকাল ৩টা থেকে “বি ইউনিট” এর কোটায় স্থান পাওয়া ছাত্রছাত্রীদের ভর্তি করানো হবে।

১৩ ডিসেম্বর, বুধবার

বুধবার সকাল ৯টায় “এ ইউনিট” এর বিজ্ঞান শাখায় মেধা তালিকা অনুযায়ী ১ হতে ২১৭ পর্যন্ত এবং সকাল ১১টা থেকে মানবিক বিভাগের মেধা তালিকা অনুযায়ী ১ হতে ৩১০ পর্যন্ত ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার ও ভর্তি করানো হবে।

১৭ ডিসেম্বর, রবিবার

১৭ ডিসেম্বর সকাল ৯টা হতে বাণিজ্য বিভাগের মেধা তালিকার ১ হতে ৮৩ পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হবে। এবং ওইদিনই সকাল ১১টা হতে “এ ইউনিট” সহ সকল ধরনের কোটায় স্থান পাওয়া উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

কি কি আনতে হবে

ভর্তির দিন ছাত্রছাত্রীদের ভর্তি পরীক্ষার মূল এডমিট কার্ড, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে হবে।

কোটায় স্থান পাওয়া ছাত্রছাত্রীদেরকে ভর্তির যোগ্যতা প্রমাণের জন্য যথাযথ সার্টিফিকেটের মূল কপি সঙ্গে আনতে হবে। ছাত্রছাত্রীদেরকে প্রতিটি সনদপত্র ও নম্বরপত্রের ২টি সত্যায়িত ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে।

ভর্তির জন্য টাকা লাগবে ৬৮৫০ টাকা।

সকল ভর্তির পর খালি আসন থাকা সাপেক্ষে ওয়েটিং তালিকা থেকে নতুন করে ডাকা হবে যা কিনা ডিসেম্বর মাসের শেষের কোন একদিন হতে পারে।

ক্লাস কখন শুরু হবে

তোমাদের নতুন স্নাতক প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই শুরু হবে।

বিস্তারিত তথ্য জানতে www.sust.edu/admission/announcements অথবা ০১৫৫৫৫৫৫০০১ হতে ৪ পর্যন্ত নাম্বারে যোগাযোগ করতে পার।

বিশেষ কারণবশত উল্লেখিত সময়সূচির পরিবর্তন হতে পারে। তাই তোমাদের উচিত সবসময় সঠিক খবর রাখা।

বিশ্ববিদ্যালয়ে তোমাদের শিক্ষা হোক আরো দীপ্তিময়। তোমাদের উজ্জল ভবিষ্যতের কামনায় ShineMat.com টিম।

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন (0)

নবীনতর পূর্বতন