বর্তমানে আমরা প্রায় সবাই মাল্টিমিডিয়া কি-বোর্ড ব্যবহার করি, এর কারণ মাল্টিমিডিয়া কি-বোর্ডের সাহায্যে খুব সহজেই আমাদের মিডিয়াগুলো পরিচালনা করতে পারি। প্রায় সব মাল্টিমিডিয়া কি-বোর্ডই প্লাগ এন্ড প্লে সাপোর্ট করে বিধায় খুব সহজেই কানেকশন পেয়ে যায়। কিন্ত ছোট এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি মাল্টিমিডিয়া কি-বোর্ডের কোন বাটনে প্রেস করছেন তা আপনার মনিটরে দেখতে পারবেন। সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করছি কারণ এটি পেয়েছিলাম ফ্লপি ডিস্কে, আর বর্তমানে ফ্লপি ডিস্ক ড্রাইভের কি অবস্থা সেটা সবাই জানেন। বহু কষ্টে পেনড্রাইভে ট্রানস্ফার করেছি। ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
Interestting
উত্তরমুছুনভাই খুব পোষ্ট। শেয়ার করার জন্য ধণ্যবাদ।
উত্তরমুছুনআমার ব্লগ=Blogger Widgets, Gadgets, Plugins
একটি মন্তব্য পোস্ট করুন
এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।