TTPod মোবাইল মিউজিক প্লেয়ার

বর্তমান যুগে আমরা সবাই মোবাইলে কম বেশি গান শুনি। এক কথাই মোবাইল এমন একটি বিষয়বস্তু হয়ে পড়েছে যা না থাকলেই নয়। যেখানেই যা মোবাইলটা যেন একমাত্র সঙ্গি। যাই হোক, আমরা যারা মোবাইলে গান শুনি তারাই বুঝতে পারি একটা সুন্দর মিউজিক প্লেয়ারের গুরুত্ব কতটুকু।

TTPod মিউজিক প্লেয়ারটি একটি পূর্নাঙ্গ মিউজিক প্লেয়ার। এর কিছু অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে আছে-
> ফুল ভার্সন (কোন ক্রেক বা সিরিয়ালের প্রয়োজন নাই)
> ২০ টি আর্কষনীয় স্ক্রীন।
> গানের Playlist এ আছে কিছু অপশন।
> মেইন মেনু অপশন আছে ৯ টি।
> Lyrics ডাউনলোড সুবিধা।
> মনের মত Visualization আছে ১৭ টি।
> আছে Alarm দেয়ার সুবিধা, Mini Player Mode এ গান চালানোর সুবিধা, পছন্দ মত Fonts দেয়া এবং নিজের সুবিধা মত Shortcut দেয়ার ব্যবস্থা।
> আছে ১০ টি Equalizer ও নিজের মনের মত Equalizer সাজানোর ব্যবস্থা।

সফটওয়্যারটি sis format এর। মানে S60 2nd version এ খুব ভালভাবেই কাজ করবে। সফটওয়্যারটির সাইজ মাত্র ২.৩০ মেগাবাইট। নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে Install করে নিন আপনার মোবাইলে আর উপভোগ করুন মোবাইলে গান শোনার এক নতুন স্বাদ।

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন (0)

নবীনতর পূর্বতন