পবিত্র হজ করতে গিয়ে মক্কা মদিনায় হারিয়ে গেলে কী করবেন?

মুসলমানদের পবিত্র হজ পালন করতে মক্কায় এসে কিছু বুঝে ওঠার আগেই অনেক হজযাত্রী সঙ্গীদের হারিয়ে ফেলেন। হজযাত্রী তাদের সঙ্গীদের থেকে হারিয়ে গেলে সৌদিআরবে নতুন হওয়ার কারনে তাওয়াফ, সাঈ ঠিকমতো করতে পারেন না। হঠাৎ করে দল থেকে হারিয়ে গেলে উক্ত তাৎক্ষনিক সেই হজযাত্রী দিশেহারা হয়ে পড়েন। যদিও সেখানকার স্থানীয় প্রবাসী, সৌদি কর্মী, মক্কার মিসফালা এলাকায় বাংলাদেশ হজ কার্যালয়ে, মদিনার মসজিদে নববির ফাহাদ গেট দিয়ে বের হয়ে বাঙালি মার্কেটের পরে আল মাসানিয়া এলাকায় বাংলাদেশ হজ কার্যালয়ে হারানো হজযাত্রীদের পৌঁছে দেন। তবুও দলছুট হয়ে গেলে বিড়ম্বনা তো থেকেই যায়।

চলুন তাহলে জেনে নেয়া যাক, হজ করতে গিয়ে মক্কা মদিনায় হারিয়ে গেলে কী করবেন এই বিষয়ে কিছু ছোট পয়েন্ট...


মক্কা-মদিনায় হারিয়ে গেলে কী করবেন?

⦿ আমরা সবাই জানি, সৌদি আরবে পৌঁছে মক্কায় নির্দিষ্ট বাড়িতে অথবা হোটেলে মালপত্র রেখে হজযাত্রীরা ওমরাহ পালন করতে বের হন। এক্ষেত্রে তাড়াহুড়া করে কোনো কিছু বুঝে ওঠার আগে তাওয়াফ, সাঈ করতে গিয়ে সঙ্গীদের হারিয়ে ফেলেন।

⦿ মনে রাখবেন, মসজিদুল হারাম ছোট কোনো এলাকা নয়। এটির অবস্থান বিশাল এলাকাজুড়ে। এইখানে প্রবেশ করার জন্য প্রায় ১০০টি প্রবেশপথ রয়েছে। তা ছাড়া মসজিদুল হারাম সম্প্রসারণের জন্য ভেতরে-বাইরে অনেক সময়ই নির্মাণকাজ চলতে থাকে। প্রবেশপথগুলো দেখতে একই রকম হলেও গেটগুলোর নাম ও নম্বর ভিন্ন।

⦿ খেয়াল রাখবেন, অতিরিক্ত ভিড়ের কারণে তাওয়াফ এবং সাঈ করতে গিয়ে হজযাত্রীগন বেশি হারিয়ে যান, তাই আপনার হজ সঙ্গীকে আগে থাকতে চিনিয়ে দিন, উনি যদি হারিয়ে যায় তখন কোথায় অপেক্ষা করতে হবে। যেমন, তাওয়াফ শেষ করে কোথায় নামাজ আদায় করবেন, সেই স্থানটুকু চিনিয়ে দিন। আবার সাঈ করতে গিয়ে যদি হারিয়ে যায় তখন সাফা বা মারওয়া পাহাড়ে কোথায় অপেক্ষা করতে হবে সেই স্থান চিনিয়ে দিন।

⦿ বলে রাখা ভালো, মক্কা ও মদিনার হজ কার্যালয়ের আইটি হেল্প ডেস্ক থেকে মোয়াল্লেম বা সংশ্লিষ্ট এজেন্সির মাধ্যমে যারা দল থেকে হারিয়ে যান তারা দায়িত্ববান হয়ে নিজ নিজ বাড়িতে বা হোটেলে পৌঁছে দেয়।

⦿ মসজিদুল হারামের নির্দিষ্ট প্রবেশপথ, যেমন বাদশা ফাহাদ ৭৯ নম্বর প্রবেশপথে প্রচন্ড ভিড়ের কারণে হারিয়ে গেলে উনি বাদশা ফাহাদ ৭৯ নম্বর প্রবেশপথের গেটে অপেক্ষা করতে পারেন।

⦿ মসজিদে নববির উত্তর (ওহুদ পাহাড়) এর দিকে কিং ফাহাদ গেট অর্থাৎ ২১ নম্বর প্রবেশপথে ভিড়ের কারণে হারিয়ে কেউ হারিয়ে গেলে ২১ নম্বর প্রবেশপথে অপেক্ষা করতে বলতে পারেন।

⦿ নিজের প্রয়োজনে এবং নিরাপত্তার স্বার্থে হজে থাকাকালীন সব সময় আপনার সঙ্গীর মোবাইল নম্বর, এজেন্সির নাম, গ্রুপ লিডার এর মোবাইল নম্বর, ঠিকানা, হোটেলের নাম ইত্যাদি লিখে নিজের কাছে রাখুন। কোনো কারনে আপনি হারিয়ে গেলেও সঙ্গীকে বলে রাখা নির্দিষ্ট স্থানে অপেক্ষা করুন, অথবা বিশ্বস্ত কারো সাহায্য নিন।

প্রযুক্তির বিশ্ব ব্লগের পাবলিশিং টিম থেকে দোয়া করি আপনার হজ্জ আল্লাহর দরবারে কবুল হোক। ভাল থাকবেন, সৌদি আরবে নিজের স্বাস্থ্যের দিকে সুদৃষ্টি দিবেন। আল্লাহ হাফেজ।

আর্টিকেলটির মূল উৎস: ShineMat.com

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন (0)

নবীনতর পূর্বতন