কিভাবে নিম পাতা দিয়ে ফেসপেস্ট তৈরী করবেন এবং কিভাবে দিবেন?

শরীরের বিভিন্ন স্থানে চুলকানি এবং অপ্রত্যাশিত দাগ এবং বিভিন্ন ধরণের ত্বকের ব্যাধি দূর করার জন্য নিম পাতার পেস্ট এর কোনো তুলনা নেই।
ত্বকের এই রকম নানা সমস্যায় আপনার ত্বকে নিশ্চিন্তভাবে প্রয়োগ করতে নিম পাতা দিয়ে তৈরী করা ফেসপেস্ট । এটি দিয়ে আপনি নিয়মিত ফেসিয়ালও করতে পারবেন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

নিম পাতার ফেস প্যাক

আজকের এই পোস্টে আমরা জেনে নিব কিভাবে ঘরে বসে আপনি খুব সহজেই নিম পাতা দিয়ে ফেসপেস্ট তৈরী করতে পারবেন?

জেনে নিন নিম পাতার ফেসপেক তৈরী করতে কি কি উপাদান লাগবে?

✔ তাজা নিম পাতা (আপনার চাহিদা মতো)
✔ হলুদ গুঁড়া
✔ বিশুদ্ধ পানি
✔ মধু
✔ মুলতানি মাটি বা চন্দন মাটি
✔ বেসন এবং,
✔ তরল দুধ

কিভাবে ব্যবহার করবেন নিম পাতার পেস্ট?

১. প্রথমে নিম পাতা বেটে পেস্ট করে নিন। তারপর উপরে দেয়া উপকরনগুলো একসাথে মিশিয়ে নিন।
২. এখন আপনার ত্বকের যেসকল স্থানে চুলকানি, রেশ এবং অস্থায়ী দাগ আছে সেখানে আলতো করে লাগিয়ে দিন।
৩. সর্বোচ্চ ২০ মিনিটের জন্য ত্বকে রেখে দিন যাতে এটি ভালভাবে শুকাতে পারে।
৪. তারপর আলতো করে পরিষ্কার পানি দিয়ে নিমপাতার পেস্টটি ধুয়ে ফেলুন।
৫. একটি সুতির কাপড় দিয় আপনার ত্বকটি মুছুন। দেথবেন, আপনি নরম, মসৃণ এবং উজ্জ্বল ত্বক অনুভব করবেন।

কিছু বিষয় যা জেনে রাখা জরুরী...
✔ আপনি প্রতি সপ্তাহে চারবার নিমের পেস্ট ব্যবহার করতে পারেন। নিমপাতা যেহেতু প্রাকৃতিক উপাদান তাই এতে কোনোপ্রকার সমস্যা হবে না।

✔ আপনার মুখে যদি ব্রণ থাকে তাহলে হলুদের গুড়ার সাথে নিমপাতার পেস্ট আপনার ব্রণ ভাল করতে খুব ভাল কাজ করবে।

✔ আপনি চাইলে সরাসারি নিম পাতা বেটে পেস্ট করে আপনার শরীরের যেকোনো স্থানে লাগাতে পারবেন কোনোরকম আলাদা উপকরন ছাড়াই।

আশা করি এই পোস্টটি আপনাদের ভাল লেগেছে। অনুগ্রহ করে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভাল থাকবেন, সুস্থ্য থাকবেন।

আর্টিকেলটির মূল উৎস: ShineMat.com

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন (0)

নবীনতর পূর্বতন