কিভাবে এমএস ওয়ার্ডে নাম্বার থেকে কথায় কনভার্ট করবেন?

আজ আমরা ছোট একটি মাইক্রোসফট ওয়ার্ড এর টিপস শিখবো। টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজ কি নিয়ে আলোচনা করবো। টিপসটি ছোট হলেও খুব কাজের।
যারা মাইক্রোসফট ওয়ার্ড এ কাজ করে তাদের অনেক সময় নাম্বার কে কথায় লিখতে হয়। এক্ষেত্রে নাম্বার যদি বড় সংখ্যার হয় তাহলে ম্যানুয়ালী কখায় লিখতে গেলে ভুল হবার সম্ভাবনা বেশী এবং এটি সময় সাপেক্ষ।


কিভাবে MS Word-এ সংখ্যাকে শব্দে রূপান্তর করবেন

তাহলে চলুন জেনে নেয়া যাক...

কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ডিজিট থেকে কথায় কনভার্ট করা যায়?

১. প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড এ যেখানে আপনি লিখতে চান সেখানে কার্সর নিয়ে CTRL + F9 চাপুন।

২. দেখবেন স্ক্রিনে {   } আসবে।

৩. এই বক্সে আপনি আপনার কাঙ্খিত সংখ্যাটি এইভাবে লিখুন। {=আপনার নাম্বার\*cardtext}

উদাহরনস্বরুপ: {=4251\*cardtext}

৪. এখন কিবোর্ড থেকে F9 চাপুন অথবা আপনার সংখ্যার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Update Field সিলেক্ট করুন। দেখবেন সাথে সাথে আপনার দেয়া সকল নাম্বারগুলো কথায় রুপান্তর হয়ে গেছে।

এই টিপস নিয়ে আরো কিছু বিস্তারিত:
১. যদি কথায় কনভার্ট করার পর আবার নাম্বার এডিট করার প্রয়োজন পড়ে তাহলে লিখার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Toggle Field Codes সিলেক্ট করে এডিট করে F9 চাপলে আবার ডিজিট থেকে কথায় কনভার্ট হয়ে যাবে।

২. আপনি চাইলে নাম্বার থেকে রোমান ডিজিটেও সংখ্যা কনভার্ট করতে পারবেন।

রোমান ডিজিটে সংখ্যা কনভার্ট করতে পুরো ফর্মুলা লিখার পর \*ROMAN লিখতে হবে।

উদাহরনস্বরুপ : {=1895\*cardtext\*ROMAN}

⦿ \*ROMAN বড় হাতের রোমান সংখ্যার জন্য।

⦿ \*roman ছোট হাতের রোমান সংখ্যার জন্য।

রোমান সংখ্যার ডিজিট সর্বোচ্চ ৩২৭৬৭ সংখ্যা পর্যন্ত সাপোর্ট করে। এর বেশী সংখ্যা হলে ফর্মুলা Error দেখাবে।

আশা করি কিভাবে সংখ্যা থেকে কখায় কনভার্ট করতে হয় জেনে গেছেন। যদি কোনো সমস্যা হয় আমিদের কমেন্ট করে জানাবেন। এইরকম আরো টিপস পেতে আমাদের সাইট নিয়মিত ভিজিট করুন। ভাল খাকবেন।

আর্টিকেলটির মূল উৎস: ShineMat.com

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

এই পোস্টটির সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন অথবা কিছু জানতে বা জানাতে চাইলে অনুগ্রহ করে নিচে আপনার মন্তব্যটি লিখুন।
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুন (0)

নবীনতর পূর্বতন